
ভারতে 'মিনি রঞ্জি ট্রফি'খ্যাত ড. কে থিম্মাপায়া স্মৃতি মাল্টি ডে অলইন্ডিয়া ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছে বিসিবি একাদশ। চার জোনে বিভক্ত হয়ে মোট ১৬টি দল অংশগ্রহণ নিয়েছে এই টুর্নামেন্টে, যেখানে বিসিবি একাদশ একমাত্র বিদেশী দল হিসেবে খেলছে ।
টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ড. ডিওয়াই পাতিল ক্রিকেট একাডেমির বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করছে বিসিবি একাদশ। বিসিবি একাদশের হয়ে টাইগার পেসার তাসকিন আহমেদ গতকাল দুর্দান্ত বোলিং করেছেন, তুলে নিয়েছেন চার চারটি উইকেট। ৮ উইকেটে ২৭৪ রান নিয়ে দিন শেষ করেছে ড. ডিওয়াই পাতিল ক্রিকেট একাডেমি। বিসিবি একাদশের বিপক্ষে তৃতীয় ইনিংসে তাদের লিড দাঁড়িয়েছে ২৯৯ রানে।
প্রথম ইনিংসে টাইগার অফ স্পিনার তাইজুল ইসলামের ৬ উইকেট শিকারে পাতিল ক্রিকেট একাডেমি ৩৩১ রান তুলে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে বিসিবি একাদশ মিডল অর্ডার ব্যাটসম্যান কাজী নজরুল ইসলামের ৮৭ রানে ভর করে সংগ্রহ করে ৩০৬ রান।
এমএইচএস