
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। লঙ্কা সফরের জন্য টাইগারদের ১৪ সদস্যের দলও ঘোষণা করে দিয়েছে বিসিবি। বিশ্বকাপ স্কোয়াডে থাকা পেসার আবু জায়েদ রাহী বাদ পড়েছেন এই সফরের দল থেকে, সাকিব আল হাসান ও লিটন দাস নিয়েছেন ছুটি। তাদের বদলে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। প্রায় তিন বছর পর টাইগারদের ওয়ানডে দলে ডাক পেলেন তাইজুল।
বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াইটা এবার ভেসে গিয়েছিল বৃষ্টিতে। শেষমেশ চন্ডিকা হাথুরুসিংহের দলের তুলনায় দুই ধাপ নিচে থেকেই বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। তবে সে সব নিয়ে মাথা ঘামাচ্ছেন না টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে অভিজ্ঞতার বিচারে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশই এগিয়ে থাকবে বলে মনে করেন মোসাদ্দেক ।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় গতকাল মোসাদ্দেক সাংবাদিকদের বলেন, 'আমরা শ্রীলঙ্কার চাইতে অনেক ভাল অবস্থানে আছি বলেই আমার মনে হয়। ব্যাটিং-বোলিং তিন ডিপার্টমেন্টেই আমরা ওদের থেকে এগিয়ে। অভিজ্ঞতার বিচারেও আমরা অনেক বেশি অভিজ্ঞতাসম্পন্ন। লক্ষ্য করলে দেখবেন, আমরা শ্রীলঙ্কা থেকে সব বিভাগেই বেশি অভিজ্ঞ। তাই এই সফরে আমরাই ওদের থেকে বেশি এগিয়ে থাকবো।'
বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা পারফর্মার সাকিব আল হাসানের অনুপস্থিতি ভালোভাবেই তের পাবে বাংলাদেশ, এমনটাই মনে করেন মোসাদ্দেক। তিনি বলেন, 'সাকিব আল হাসান সব সময় বাংলাদেশ দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে না পাওয়া মানে অবশ্যই বড় ধাক্কা। তবে সাকিবকে ছাড়াইতো আমাদের খেলতে হবে। আর বিশ্বকাপে যারা প্রত্যাশামতো ভাল করতে পারেনি তারা শ্রীলংকা সফরে ভাল করবেন বলে আশা রাখি।'
বিশ্বকাপে তামিম ইকবালের অফফর্ম নিয়ে বাংলাদেশের উদীয়মান অলরাউন্ডার মোসাদ্দেক বলেন, 'তামিম ভাই সব সময় দলের জন্য সেরাটা দিয়ে থাকেন। কিন্তু বিশ্বকাপে হয়তো তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। তিনি ভাল করতে পারলে হয়তো বিশ্বকাপে ফলাফলটা অন্যরকম হতে পারতো। তবে আমাদের সামনে এখন কেবলই শ্রীলংকা সফর। তিনটি ওয়ানডে ম্যাচেই আমরা জিততে চাই।'
আগামীকাল (২০ জুলাই) শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। ২৩ জুলাই খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। ২৬ জুলাই থেকে শুরু হবে সিরিজ। তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
একনজরে দেখে নিন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সময়সূচি -
প্রথম ওয়ানডে : ২৬ জুলাই (বাংলাদেশ সময় বেলা ৩টায়)
দ্বিতীয় ওয়ানডে : ২৯ জুলাই (বাংলাদেশ সময় বেলা ৩টায়)
তৃতীয় ওয়ানডে : ৩১ জুলাই (বাংলাদেশ সময় বেলা ৩টায়)