• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৯, ২০১৯, ০২:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৯, ২০১৯, ০২:২৯ পিএম

বার্সাতেও নিজের শীর্ষস্থান হারালেন মেসি

বার্সাতেও নিজের শীর্ষস্থান হারালেন মেসি

এ বছর ফুটবল ক্লাব বার্সেলোনার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার 'আলদো রোভিরা অ্যাওয়ার্ড' জিতেছেন স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে। স্পেনের বেশ কয়েকজন নামীদামী ক্রীড়া সাংবাদিকের সম্মতিতে পিকেকে এই পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। 

এর আগে ২০১০ থেকে ২০১৮ - এই নয় মৌসুমের ছয়বারই বার্সেলোনার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন মেসি। আগের দুই বছর টানা এই পুরস্কার জিতে এবার হ্যাট্রিকের অপেক্ষায় ছিলেন তিনি।

চ্যাম্পিয়নস লীগ ও কোপা আমেরিকা ব্যর্থতার কারণে এমনিতেই বেশ বাজে সময় পার করছেন আর্জেন্টাইন তারকা মেসি। এবার বার্সা কর্তৃপক্ষও প্রচ্ছন্নভাবে বুঝিয়ে দিলো, পুরো বিশ্ব বা ইউরোপ তো দূরের কথা; আগের মৌসুমে নিজের ক্লাবের হয়েও সেরা পারফর্মার ছিলেন না তিনি! 

সর্বশেষ নয় মৌসুমে মেসি ছাড়াও একবার করে এই পুরস্কার জিতেছেন এরিক আবিদাল, হাভিয়ের মাসচেরানো, লুইস সুয়ারেজ। 

এমএইচএস 

আরও পড়ুন