আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সেই ইনজুরির নিয়েই পুরো বিশ্বকাপ খেলে যান তিনি। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেই তাই বিশ্রাম চলে যান টাইগার দলপতি।
এরপর নিজেকে সুস্থ করে তুলে আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য নিজেকে প্রায় শতভাগ প্রস্তুত করে তোলেন মাশরাফী। কিন্তু কে জানত লঙ্কাগামী বিমানের ফ্লাইট ধরার আগের দিনেই তার জন্য অপেক্ষা করছে দুঃসংবাদ!
আজ শুক্রবার (১৯ জুলাই) অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে আঘাত পান মাশরাফী। তখনই বোঝা যাচ্ছিল, খুব খারাপ কিছু ঘটতে চলেছে তার সঙ্গে। পরক্ষণেই যা সত্য প্রমাণিত হয়। বোর্ডের বিশ্বস্ত সূত্র মোতাবেক জানা গেছে, শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না মাশরাফীর। অন্তত তিন সপ্তাহ লাগবে চোট থেকে সেরে উঠতে।
অথচ সন্ধ্যায় বোলিং প্র্যাকটিস শুরু করার আগেই সফর-পূর্ব সংবাদ সম্মেলনে প্রায় আধা ঘণ্টা মিডিয়ার সামনে কথা বলেন মাশরাফী। সেখানে নিজের ফিটনেস নিয়ে তিনি জানান, দুদিন ধরেই অনুশীলনের মধ্যে আছি। আশা করি সব ঠিকঠাক আছে।
এসএইচএস