আফ্রিকান নেশনস কাপের ফাইনালে সেনেগালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আলজেরিয়া। আফকনে আলজেরিয়া নিজেদের প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল সেই ১৯৯০ সালে। এরপরের আসরগুলোতে ফাইনালে উঠতেই ব্যর্থ ছিল তারা। এবারের ট্রফি জিতে দীর্ঘ ২৯ বছরের শিরোপা খরা ঘোচালো আলজেরিয়ানরা।
মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের শুরুতেই লিড পেয়ে যায় আলজেরিয়া। ম্যাচের দ্বিতীয় মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেয়া আলজেরিয়ান ফরওয়ার্ড বাগদাদ বুনেদজাহর শট সেনেগালের ডিফেন্ডার সাইফ সানে ঠেকাতে গেলে তা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালের ঠিকানা খুঁজে নেয়।
এরপর বহু চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি সাদিও মানের সেনেগাল। ১-০ গোলে পরাজয়ের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
এর আগে ২০০২ আফকন আসরের ফাইনালে উঠে ক্যামেরুনের কাছে স্বপ্নভঙ্গ হয় সেনেগালের। এবারের পরাজয়ে তাই তাদের প্রথম শিরোপার জন্য অপেক্ষা আরও বাড়ল।
আগের দিন তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় স্থানটি দখল করে নাইজেরিয়া।
এমএইচএস