
ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার রোমেলু লুকাকুকে ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নিতে চেয়েছিল ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। তবে তাদের সেই প্রস্তাব বিবেচনায় না নিয়ে তা প্রত্যাখ্যান করে দিয়েছে রেড ডেভিলরা।
দুই বছর আগে ৭৫ মিলিয়ন ইউরোতে এভারটন থেকে ম্যানচেস্টারে যোগ দিয়েছিলেন বেলজিয়াম জাতীয় দলের হয়ে খেলা লুকাকু। সেখানে দারুণ ফর্মে থাকা লুকাকুকে কেনার প্রস্তাব মানসম্মত নয় বলে ম্যানচেস্টার ইউনাইটেড দাবি করেছে।
যদিও লুকাকুকে পাওয়ার আশা এখনই ছেড়ে দিতে রাজি নন ইন্টার মিলানের কোচ এন্টোনিও কন্তে। চেলসির দায়িত্ব পালনের সময়কালেও লুকাকুকে কিনতে চেয়েছিলেন ‘ফ্রান্স ফুটবলের’ সর্বকালের সেরা ৫০ কোচের তালিকায় থাকা কন্তে।
লুকাকুকে দলে চাওয়া প্রসঙ্গে কন্তে বলেন, আমি তাকে এমন একজন খেলোয়াড় হিসেবে বিবেচনা করি যে আমার দলের উন্নতিতে ভূমিকা রাখবে। আমার আশা ও আকাঙ্ক্ষা হলো তাকে দলে চাই।
তিনি বলেন, যেহেতু সে (লুকাকু) এখন ম্যানচেস্টার ইউনাইটেডের একজন খেলোয়াড় তাই বিষয়টি নিয়ে বেশি কথা বলা ঠিক নয়। একটি ক্লাব ও তার খেলোয়াড়কে এবং আমার খেলোয়াড়দেরকে অবশ্যই সম্মান দেখাতে হবে।
মূলত আর্জেন্টাইন ফুটবলার মাউরো ইকার্দির সঙ্গে ক্লাবের বনিবনা না হওয়ায় নতুন ফুটবলারের খোঁজে রয়েছে ইন্টার মিলান। সেই তালিকায় সবার উপরেই আছেন লুকাকু।
আরআইএস