• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ২১, ২০১৯, ০৬:৪০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২১, ২০১৯, ০৬:৪১ পিএম

ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে কাল মাঠে নামছে বাংলাদেশ 

ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে কাল মাঠে নামছে বাংলাদেশ 
আজ শুরু হয়েছে বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তিন জাতি অনূর্ধ-১৯ ক্রিকেট সিরিজ

তিন জাতি অনূর্ধ-১৯ ক্রিকেট সিরিজ খেলতে এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ-১৯ দলের ক্রিকেটাররা। আজ থেকে শুরু হওয়া এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও স্বাগতিক ইংল্যান্ড। 

সিরিজে একটি দল প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষে খেলবে চারটি করে ম্যাচ। সে হিসেবে ফাইনাল বাদ দিলেও ভারত ও ইংল্যান্ডের যুবাদের বিপক্ষে মোট আটটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তরুণ টাইগাররা। 

আজ বিকেল চারটায় ভারত ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হয়েছে তিন জাতির ১৩ ম্যাচের এই টুর্নামেন্ট। টাইগার যুবাদের নেতৃত্বে আছেন ১৭ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আলী। 

আগামীকাল উস্টারশায়ারে নিউ রোডের স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ-১৯ দল। 

ইংল্যান্ড সফরের বাংলাদেশ অনূর্ধ-১৯ স্কোয়াড: 
তৌহিদ হৃদয়, শরীফুল ইসলাম, রিশাদ হোসাইন, তানজিদ হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, শাহাদাত হোসাইন, শামীম হোসাইন, আকবর আলী (অধিনায়ক), অভিষেক দাস, মাহমুদুল হাসান জয়, প্রান্তিক নওরোজ নাবিল, পারভেজ হোসাইন ইমন, তানজিম হাসান সাকিব, শাহীন আলম। 

এমএইচএস 

আরও পড়ুন