
বিশ্বকাপ হতাশা ভোলার মিশনে এই মুহূর্তে দ্বীপদেশ শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সামনেই স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিয়মিত অধিনায়ক মাশরাফীর ইনজুরিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া তামিম ইকবালের নেতৃত্বে সাত সদস্যের প্রথম বহর গতকাল (২০ জুলাই) শ্রীলঙ্কা পৌঁছায়।
বাংলাদেশ 'এ' দলের হয়ে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাস্ত রয়েছেন পাঁচ ক্রিকেটার। দীর্ঘদিন পর দলে জায়গা পাওয়া তাসকিন ও তাইজুল মিনি রঞ্জি ট্রফি খেলতে আছেন ভারতে। তারা সবাই অচিরেই দলের সঙ্গে যোগ দেবেন।
এদিকে কলম্বো পৌঁছানোর পরদিনই আজ অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুশফিক-তামিমরা। স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুশীলনে ঘাম ঝরিয়েছে টিম টাইগার্স।
ইতোমধ্যেই কলম্বোয় পৌঁছানো ও অনুশীলন করা সাত ক্রিকেটার হলেন, দলীয় অধিনায়ক তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত।
একনজরে দেখে নিন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সময়সূচি -
প্রথম ওয়ানডে : ২৬ জুলাই (বাংলাদেশ সময় বেলা ৩টায়)
দ্বিতীয় ওয়ানডে : ২৯ জুলাই (বাংলাদেশ সময় বেলা ৩টায়)
তৃতীয় ওয়ানডে : ৩১ জুলাই (বাংলাদেশ সময় বেলা ৩টায়)
এমএইচএস