
মিনি রঞ্জি ট্রফি খ্যাত ড. কে. থিম্মাপ্পিয়াহ স্মৃতি টুর্নামেন্টে একমাত্র বিদেশী দল হিসেবে অংশ নিয়ে এই মুহূর্তে ভারতে অবস্থান করছে বিসিবি একাদশ। আগামীকাল (সোমবার) টুর্নামেন্টে নিজেদের তৃতীয় চারদিনের ম্যাচে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি একাদশের মুখোমুখি হবে টাইগাররা।
এর আগে প্রথম দুই ম্যাচে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও ড. ডিওয়াই পাতিল ক্রিকেট একাডেমির বিপক্ষে ড্র করেছিল বিসিবি একাদশ।
দুই ম্যাচ ড্র করে ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বি গ্রুপের তৃতীয় অবস্থানে আছে বিসিবি একাদশ। টেবিলের এক নম্বরে আছে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ বিদর্ভ। দ্বিতীয় অবস্থানে আছে কর্ণাটক, তাদের পয়েন্ট ৫।
এমএইচএস