• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ১১:১৩ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৩, ২০১৯, ১১:১৬ এএম

ধর্ষণ মামলায় নির্দোষ প্রমাণিত রোনালদো 

ধর্ষণ মামলায় নির্দোষ প্রমাণিত রোনালদো 

২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেলে সাবেক মডেল ক্যাথরিন মায়োরগারকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

সোমবার (২২ জুলাই) লাস ভেগাসের প্রসিকিউটর এক বিবৃতিতে বলেছেন, রোনালদোর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। যার নফলে তার বিরুদ্ধে কোনো চার্জ গঠন করা হবে না।

প্রসঙ্গত, ক্যাথরিন মায়োরগার পাঁচবারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার রোনালদোর বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয় - লাস ভেগাসের এক হোটেলে নাকি রোনালদো তাকে ধর্ষণ করেছিলেন। ওই সময় সিআর সেভেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছিলেন এবং তখন তার রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার কথাবার্তা চলছিল। 

যদিও রোনালদোর আইনজীবী পিটার ক্রিস্টিয়ানসেন তার মক্কেলের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিলেন, ২০০৯ সালে লাস ভেগাসে যা হয়েছিল, তা দুজনের সম্মতিতেই হয়েছে। সমঝোতা চুক্তি অনুযায়ী সব চেপে যাওয়ার বিনিময়ে ৩ লাখ ৭৫ হাজার ডলার পেয়েছিলেন মায়োরগা, সেটিও জানিয়েছিলেন পিটার ক্রিস্টিয়ানসেন।

আরআইএস 
 

আরও পড়ুন