
জাপানের সাইতামায় আজ প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ইংলিশ ক্লাব চেলসির মুখোমুখি হচ্ছে কাতালান জায়ান্ট বার্সেলোনা। বাংলাদেশ সময় আজ বিকাল সাড়ে ৪টায় খেলাটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স। এছাড়াও দেখা যাবে ফেসবুক লাইভে।
ক্লাবের সাবেক 'পোস্টার বয়' ফ্রাঙ্ক ল্যাম্পার্ড কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর এরই মধ্যে প্রাক-মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে চেলসি। তবে নতুন ভূমিকায় প্রিয় ক্লাবের হয়ে নিজের অভিষেকটা সুখকর হয়নি চেলসির জার্সিতে ৪২৯ ম্যাচ খেলা এই ইংলিশ তারকার। জাপানের কাওয়াসাকি ফ্রন্টালের কাছে হেরেছে ১-০ গোলে।
এদিকে বার্সেলোনা দলের সঙ্গে জাপান যাননি লিওনেল মেসি, ফিলিপে কৌতিনহো ও লুইস সুয়ারেজ। তাই আজ ব্লুগ্রানাদের হয়ে মাঠে থাকবেন না এই তিন তারকা।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ মৌসুমেই ন্যু ক্যাম্পে উড়ে আসা আঁতোয়ান গ্রিজম্যান, ফ্র্যাঙ্কি ডি জং ও নেতোর মতো নতুন বার্সা তারকাদের অভিষেক হতে পারে আজ।
এমএইচএস