• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ০২:২৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৩, ২০১৯, ০২:২৩ পিএম

টেস্টের জার্সিতেও থাকবে খেলোয়াড়দের নাম ও নম্বর 

টেস্টের জার্সিতেও থাকবে খেলোয়াড়দের নাম ও নম্বর 
এবারের অ্যাশেজে ক্রিকেটারদের জার্সিতে থাকবে নাম ও নম্বর

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন অ্যাশেজ সিরিজে টেস্ট ক্রিকেট দেখতে যাচ্ছে এক যুগান্তকারী পরিবর্তন। প্রথমবারের মতো টেস্ট ম্যাচের সাদা জার্সিতে দেখা যাবে ক্রিকেটারদের নাম ও নম্বর। 

ওয়ানডে ও টি-২০তে প্রত্যেক ক্রিকেটারের জার্সির পেছনে নিজ নিজ নাম ও জার্সি নম্বর রাখার রীতি অনেক পুরনো। তবে টেস্ট ক্রিকেটে এই প্রথা চালু হতে অপেক্ষা করতে হলো অনেক বছর।   

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) টুইটার হ্যান্ডেলের একটি পোস্টে দলের টেস্ট অধিনায়ক জো রুটের জার্সি নাম্বার নিশ্চিত করে এ খবর দেয়া হয়েছে। 

এবারের অ্যাশেজের মাধ্যমে টেস্ট ক্রিকেট অনেক সংস্কারের মুখ দেখতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছিল এ বছর শুরু থেকেই। 

সূত্র: এএনআই 

এমএইচএস  

আরও পড়ুন