• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ০২:৪২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৩, ২০১৯, ০২:৪২ পিএম

আমার জায়গায় অন্য কেউ থিতু হোক চাইব না : সাইফউদ্দীন

আমার জায়গায় অন্য কেউ থিতু হোক চাইব না : সাইফউদ্দীন
মোহাম্মদ সাইফউদ্দীন। ফাইল ফটো

ব্যাক পেইন ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে যেতে না পেরে হতাশ বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীন। তবে আরও পরিণত, কার্যকর ও ভয়ঙ্কর রূপ নিয়ে আফগানিস্তান সিরিজে ফিরতে চান এই টাইগার অলরাউন্ডার।

বছরের শুরুতেই নিউজিল্যান্ড সফর থেকে ব্যাপ পেইনের ইনজুরিতে পড়েন সাইফউদ্দীন। সেই ব্যথা পুরোপুরি সেরে ওঠার আগেই তাকে আবাহনীর হয়ে জোর করে প্রিমিয়ার লীগ খেলাতে বাধ্য করার অভিযোগও আছে। ঈদের পর এই টাইগার অলরাউন্ডার শুরু করবেন ৩ সপ্তাহের পুনর্বাসন। এরপর নেটে বল করতে পারবেন বলে তিনি আশাবাদী। 

বর্তমানে ব্যাটিংয়ে না হলেও বল করতে সাইফউদ্দীনের সমস্যা হচ্ছে। পুরো বছর ধরে তিনি একটুও বিশ্রাম পাননি। পরিসংখ্যান বলছে চলতি বছরের ব্যস্ততম ক্রিকেটার এই অলরাউন্ডার। জাতীয় দলে ১৩টি ডিপিএলে ১৩টি এবং বিপিএলে ১৩টি ম্যাচ ইতোমধ্যে ২০১৯ সালে তার খেলা হয়ে গেছে। বল হাতে সফলতাও দেখিয়েছেন, দখল করেছেন ৬৩ উইকেট। ব্যাট হাতে করেছেন ৪৬৬ রান।  

গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খেলতে না পারলে খারাপ লাগাটা স্বাভাবিক। দেশের হয়ে একটা ম্যাচ মিস করা মানে অনেক সুযোগ হাতছাড়া করা। সবচেয়ে বড় কথা হলো, আমি নিশ্চয়ই চাইব না আমার জায়গায় অন্য কেউ থিতু হোক। আমি এটাও চাইবো না, আমার জায়গায় যে খেলতে যাবে সে খারাপ খেলুক। সবাই ভালো খেলুক এটাই চাই। 

তবে ভবিষ্যতে আরও শাণিত হয়ে ফিরে আসার অপেক্ষায় থাকা সাইফউদ্দীন বলেন, যেটা চলে যায় তা নিয়ে আমি চিন্তা করি না। এখান থেকে অভিজ্ঞতা নেয়ার কিছু বিষয় আছে। আমি সামনে কী করবো, তা নিয়ে সবসময় চিন্তা করি। কীভাবে আরও ভালো করা যায়, নিজেকে ছাড়িয়ে যাওয়া যায়, এটা নিয়েই আমি সবসময় ভাবি। আমি চাইব যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে দলে ফিরতে।

আরআইএস 
 

আরও পড়ুন