
জাপানের সাইতামায় প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ইংলিশ ক্লাব চেলসির কাছে ২-১ গোলে হেরে গিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মেসি, সুয়ারেজ, কৌতিনহোবিহীন বার্সা প্রাক-মৌসুমের প্রথম ম্যাচেই ধাক্কা খেলো 'ম্যানেজার' ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দলের কাছে।
প্রথমার্ধের ৩৪ মিনিটে ইংলিশ স্ট্রাইকার ট্যামি আব্রাহামের গোলে এগিয়ে যায় ব্লুজরা। এরপর অনেক চেষ্টা করেও বার্সাকে সমতায় ফেরাতে ব্যর্থ হন গ্রিজম্যান ডেম্বেলেরা। উল্টো ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চেলসির রস বার্কলি।
ম্যাচের শেষ মুহূর্তে ৯১ মিনিটে বার্সার হয়ে এক গোল শোধ করেন ইভান র্যাকিটিচ।
ব্লাউগ্রানা জার্সিতে আজ অভিষেক হয়েছে আঁতোয়ান গ্রিজম্যান, ফ্র্যাঙ্কি ডি জং ও গোলরক্ষক নেতোর। প্রাক-মৌসুমের প্রথম ম্যাচে জাপানের কাওয়াসাকি ফ্রন্টালের কাছে ১-০ গোলে পরাজয়ের পর দারুণভাবে প্রত্যাবর্তন করল ব্লুজরা।
এমএইচএস