
দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ক্রিকেটারদের স্পষ্ট বলে দিয়েছিল, টুর্নামেন্ট চলাকালীন ভারতীয় ক্রিকেটাররা ১৫ দিনের বেশি স্ত্রীদের সঙ্গে রাখতে পারবেন না। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে বিশ্বকাপ চলাকালীন ১৫ দিন নয়, টানা সাত সপ্তাহ স্ত্রী রিতিকা সাজদেহকে সঙ্গে রাখার অভিযোগ উঠেছে এক ভারতীয় ওপেনার রোহিত শর্মার বিরুদ্ধে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত ২১ মে বিসিসিআইয়ের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, যদি কোনো ক্রিকেটার পরিবারের কোনো সদস্যকে ১৫ দিনের বেশি সঙ্গে রাখতে চান, তবে তাকে কোচ, অধিনায়ক কিংবা টিম ম্যানেজারের কাছ থেকে অনুমতি নিতে হবে।
পরে ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা স্ত্রীকে পুরো বিশ্বকাপ সঙ্গে রাখতে চেয়ে বোর্ডের কাছে আবেদন করেন। সেই আবেদন তখন আমলেই নেয়নি বিসিসিআই। তবে রোহিত বোর্ডকে অগ্রাহ্য করে তার স্ত্রীকে পুরো বিশ্বকাপেই অর্থাৎ সাত সপ্তাহ নিজের সঙ্গে রাখেন। এমনকি এর জন্য সংশ্লিষ্ট কারো কাছে কোনো অনুমতিও নেননি।
ভারতীয় সংবাদমাধ্যমের বলছে, আসন্ন বোর্ড সভাতেই এই বিষয়টি কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। সে ক্ষেত্রে নিয়ম ভাঙ্গার কারণে শাস্তির মুখে পড়তে চলেছেন রোহিত!
এমএইচএস