
ফ্রান্স ছেড়ে স্পেনে আসছেন নাবিল ফেকির। স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে যোগ দিচ্ছেন এই ফরোয়ার্ড। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও লিঁও ছেড়ে বেতিসে যোগ দিতে এরইমধ্যে তিনি পৌঁছে গেছেন স্পেনে।
ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফেকিরকে দলে ভেড়াতে বেতিসের খরচ হচ্ছে ২৭ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৮৪ কোটি টাকা।
গত মৌসুম হতাশায় কেটেছে এই ফুটবলারের। দেশের হয়ে বিশ্বকাপ জিতলেও লেস ব্লুজদের হয়ে নিয়মিত খেলার সুযোগ পাননি তিনি। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলেন মাত্র ৯ মিনিট।
অন্যদিকে, লিঁওর হয়ে পুরো মৌসুমে ফেকির ৩৯ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র ১২টি। আর গোলে সহয়তা করছেন মোটে ৭টি।
এসএইচএস