
ফুটবল বা ক্রিকেটে ম্যান অফ দ্য ম্যাচের স্বীকৃতি হিসেবে দেয়া হয় বিভিন্ন রকম পুরস্কার। পশ্চিমা দেশে ম্যাচসেরার পুরস্কার হিসেবে দামী ওয়াইন উপহার দেয়ার রেওয়াজ চালু আছে। তবে এবার মালাউইর ফুটবল লীগে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে দেয়া হলো জলজ্যান্ত একটি বন মুরগী!
রোববার (২১ জুলাই) মালাউইর কামুজু স্টেডিয়ামে টিএনএম সুপার লীগের ম্যাচে কারোঙ্গে ইউনাইটেডকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ন্যাসা বিগ বুলেটস। সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে বিগ বুলেটসের স্ট্রাইকার হাসান কাজোকে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে মুরগিটি উপহার পান।
অসাধারণ খেলে মুরগী উপহার পেয়ে খুব একটা হতাশা লক্ষ্য করা যায়নি হাসানের মুখাবয়বে। হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।
২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লীগে আবাহনী লিমিটেডের হয়ে খেলতে এসেছিলেন ইংলিশ ব্যাটসম্যান লুক রাইট। ওই টুর্নামেন্টের একটি ম্যাচে ম্যাচসেরার পুরস্কার হিসেবে ব্লেন্ডার মেশিন পেয়েছিলেন তিনি! তার একটি ছবি টুইটারে পোস্ট করে রাইট লিখেছিলেন, আবাহনীর হয়ে প্রথম ম্যাচটি জিতে ভালো লাগছে। বলতেই হচ্ছে, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হিসেবে এই প্রথমবার আমাকে ব্লেন্ডার দেয়া হয়েছে। সেই টুইটের রিপ্লাই দিয়ে মজা নিয়েছিলেন ইংলিশ পেসার ক্রিস ওকসও।
এমএইচএস