• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ২৪, ২০১৯, ০৪:৪২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৪, ২০১৯, ০৪:৪২ পিএম

শুভমনের পাশে দাঁড়ালেন সৌরভ, একহাত নিলেন ভারতীয় নির্বাচকদের

শুভমনের পাশে দাঁড়ালেন সৌরভ, একহাত নিলেন ভারতীয় নির্বাচকদের
সৌরভ গাঙ্গুলি ও শুভমন গিল - ফাইল ফটো

ভারতের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে জায়গা হয়নি প্রতিভাবান ক্রিকেটার শুভমন গিলের। নির্বাচকদের সিদ্ধান্তে তিনি নিজেও যে খুশি নন তা জানিয়ে ছিলেন আগেই। এবার তিনি পাশে পেলেন ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। 

আজ (বুধবার) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতের সাবেক এই অধিনায়ক ওয়ানডে দলে শুভমন গিল ও আজিঙ্কা রাহানেকে না নেয়ায় নিজের অসন্তোষের কথা জানান। ভারতীয় ক্রিকেটের চেহারা বদলে দেয়ার কাণ্ডারি মনে করেন, একটা দল তখনই আত্মবিশ্বাসী হয়ে ওঠে, যখন টিমের সর্বাধিক খেলোয়াড় তিনটি ফরম্যাটেই সমানভাবে খেলে থাকেন। 

ভারতীয় নির্বাচকরা যে দল ঘোষণা করেছে তাতে দেখা যাচ্ছে বিরাট কোহালি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল ছাড়া কেউই তিনটি ফরম্যাটে জায়গা পাননি।

সৌরভ লিখেছেন, ‘দলে অনেকেই আছে যারা সব ফরম্যাটে খেলতে পারে। তবে অবাক হলাম শুভমন গিলকে না দেখে। রাহানেকে একদিনের দলে না দেখেও আমি অবাক।’ তিনি আরও লেখেন যে, ‘সময় এসেছে নির্বাচকদের সব ফরম্যাটে একই খেলোয়াড় নেয়ার। কারণ সেই দলই আত্মবিশ্বাসী হয়ে ওঠে যারা সব ফরম্যাটে খেলে। সবাইকে খুশি করার জন্য দল তৈরি নয়, তাদেরকেই নেয়া দরকার যারা আত্মবিশ্বাসী।’

শুভমন গিলের বাদ পড়াটা অবশ্যই বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভারতের বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের সদস্য হিসেবে প্রথম নজরে আসেন শুভমন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত আইপিএলেও ভালো খেলেছেন তিনি। পরিসংখ্যান বলছে, অনেক বেশি সাফল্য থাকা সত্ত্বেও তাকে উপেক্ষা করা হচ্ছে। 

ওয়েস্ট ইন্ডিজগামী তিনটি দলের কোনোটাতেই জায়গা না পেয়ে হতাশায় তাই শুভমন বলেছেন, ‘দল ঘোষণার জন্য অপেক্ষা করে বসে ছিলাম। অন্তত একটি দলে সুযোগ পাব বলে আশা করেছিলাম। কোনো দলেই সুযোগ না পাওয়ায় আমি হতাশ। তবে এটা নিয়ে ভেবে সময় নষ্ট করব না আমি। আমি রান করে যাব। পারফর্ম করে যাব। যাতে নির্বাচকদের প্রভাবিত করতে পারি।’

সূত্র : আনন্দবাজার 

এসএইচএস 

আরও পড়ুন