• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ২৪, ২০১৯, ০৫:০৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৪, ২০১৯, ০৫:০৯ পিএম

অবসর নিলেন ধোনির হাতে ঐতিহাসিক ‘৬’ হজম করা সেই বোলার 

অবসর নিলেন ধোনির হাতে ঐতিহাসিক ‘৬’ হজম করা সেই বোলার 
লঙ্কান পেসার নুয়ান কুলাসেকেরা - ছবি : টুইটার

এখনো নিশ্চয়ই ২০১১ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের কথা মনে আছে ক্রিকেট প্রেমীদের। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে ছয় হাঁকিয়ে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। 

ছয় মেরে বিশ্বকাপের ফাইনাল জেতা, নিশ্চয়ই এর চেয়ে দারুণভাবে আর ম্যাচটি শেষ করতে পারতেন না ধোনি। তবে প্রতিপক্ষ শ্রীলঙ্কার হয়ে যিনি ছক্কাটি হজম করেছিলেন, সেই নুয়ান কুলাসেকেরার খারাপ লাগার পরিমাণ হয়তোবা ধোনির ভালো লাগার চেয়েও বেশি ছিল। 

ছক্কা হজম করে ইতিহাসের সাক্ষী হয়ে যাওয়া সেই কুলাসেকেরা আজ (বুধবার) ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, আর কখনো শ্রীলঙ্কার হয়ে মাঠে নামা হবে না তার। লাসিথ মালিঙ্গার অবসর ঘোষণা দেয়ার মাত্র ১ দিন পরে তিনিও ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন। 

বিশ্বের সাবেক ১ নম্বর বোলার কুলাসেকেরা শ্রীলঙ্কার ওয়ানডে ক্রিকেট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। ১৮৪ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ১৯৯। সেরা বোলিং গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানের বিনিময়ে ৫ উইকেট। 

২০১৭ সালে সবশেষ রঙিন পোশাকে ক্রিকেট খেলা এই বোলারের অভিষেক হয় ২০০৩ সালে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। লঙ্কানদের হয়ে কুলাসেকেরার সাদা পোশাকে অভিষেক হয় ২০০৫ সালে ওই একই প্রতিপক্ষের বিপক্ষে।

টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ৩৭ বছর বয়সী কুলাসেকেরার। ৫৮টি ম্যাচ খেলে তার নেয়া উইকেট সংখ্যা ৬৬টি। 

এসএইচএস 

আরও পড়ুন