• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ২৪, ২০১৯, ০৬:২৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৪, ২০১৯, ০৬:৩১ পিএম

বিশ্বজয়ী ইংলিশদের ‍‍‘আইরিশ লজ্জা‍‍’

বিশ্বজয়ী ইংলিশদের ‍‍‘আইরিশ লজ্জা‍‍’
লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৫ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড

ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে আজ গৌরবের সাক্ষী হতেই চারদিনের টেস্টে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছিল টেস্ট ক্রিকেটের নবীনতম সদস্য আয়ারল্যান্ড। তবে রঙিন পোশাকে বিশ্ব মাতাতে গিয়ে সাদা পোশাকের ক্রিকেট যে এভাবে ভুলে বসবে ইংল্যান্ড, তা কে জানত! স্বয়ং আইরিশরাও হয়তো ভাবেনি এই টেস্টের প্রথম ইনিংসেই ইংলিশদের তারা ১০০'র নিচে গুটিয়ে দেবে! 

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে টিম মুরতাহ ও মার্ক অ্যাডাইরের বোলিং তোপে ৮৫ রানেই অলআউট হয়ে গিয়েছে স্বাগতিকরা। দুই অঙ্কের কোটা পেরোতে পেরেছেন মাত্র ৩ ইংলিশ ব্যাটসম্যান! 

আইরিশদের হয়ে ৯ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন মুরতাহ। অন্যদিকে ৭ ওভার ৪ বলে ৩২ রান খরচায় অ্যাডাইরের শিকার সংখ্যা ৩। 

ইংলিশদের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন জো ডেনলি। অভিষিক্ত পেসার অলি স্টোন করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান। স্যাম কুরানের ব্যাট থেকে রান এসেছে ১৮। জনি বেয়ারস্টো, মঈন আলী ও ক্রিস ওকস আউট হয়েছেন স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই।  

এমএইচএস