
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই ম্যাচের মধ্য দিয়েই লঙ্কান মহাতারকা লাসিথ মালিঙ্গা বিদায় বলবেন ওয়ানডে ক্রিকেটকে। বিশ্বকাপ হতাশা ভুলতে যেমন এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি মালিঙ্গা যুগের অবসানটা স্মৃতিময় এক জয় দিয়েই করতে চাইবে লঙ্কানরা।
তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার এই পরম আকাঙ্ক্ষিত লড়াইয়ে 'ভিলেন' হয়ে আসতে পারে বৃষ্টি। কলম্বোর আগামীকালের আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিবিসি ওয়েদার বলছে, ম্যাচ শুরুর সময় কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৪৮ শতাংশ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা ৫৭ শতাংশে পৌঁছাবে!
সদ্য সমাপ্ত ইংল্যান্ড বিশ্বকাপে ব্রিস্টলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার নির্ধারিত ম্যাচটিও ভেসে যায় বৃষ্টিতে। ওই ম্যাচটির ফলাফল পাওয়া গেলে বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দলেরই ভাগ্য হতে পারত অন্যরকম।
আগামীকালের ম্যাচটাও যদি বৃষ্টিতে ভেসে যায়, আক্ষেপে পুড়তে হতে পারে মালিঙ্গা ভক্তদের। প্রিয় ক্রিকেটারের বিদায়ী ম্যাচে এমন অঘটন চাইবেন না কেউই।
এমএইচএস