
ইলেক্ট্রনিক বর্জ্য পুনর্ব্যবহারে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আসন্ন ২০২০ টোকিও অলিম্পিকের পদকগুলো তারা তৈরি করেছে ৬০ লক্ষ পুরনো স্মার্টফোন ব্যবহার করে!
২০১৭ সালেই আইওসি ঘোষণা করেছিল, টোকিও অলিম্পিকের পদক তৈরিতে পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দেয়া হবে। এজন্যই প্রায় আশি হাজার টন ওজনের পুরনো স্মার্টফোন ব্যবহার করে পদক তৈরি করা হলো।
অলিম্পিক পদকে সোনা, রূপা ও ব্রোঞ্জের মূল উপাদানের পাশাপাশি থাকা ধাতব খাদ নেয়া হয়েছে পুরাতন স্মার্টফোনগুলোর সার্কিট থেকে। সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও দু'হাজারের বেশি ইলেকট্রনিক্সের দোকান থেকে ওই পুরাতন মোবাইলফোনগুলি একত্রিত সংগ্রহ করা হয়।
আধুনিক বিশ্বে ই-বর্জ্য পৃথিবীর পরিবেশের জন্য প্রধান একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক বা পলিথিন দূষণের চেয়েও এইসব ইলেক্ট্রনিক বর্জ্য পরিবেশের কয়ক গুণ বেশি ক্ষতি করছে। অলিম্পিক কমিটির এই উদ্যোগ তাই বিভিন্ন পরিমন্ডলে সাধুবাদ পাচ্ছে।
এমএইচএস