
বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলার চার্লস ল্যাঙ্গারভেল্ট।
শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে আগামী দুই বছরের জন্য ল্যাঙ্গারভেল্টকে আগামী দুই বছরের জন্য বোলিং কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।
প্রোটিয়াদের হয়ে ৬ টেস্ট, ৭২ ওয়ানডে এবং ৯টি টি-টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ল্যাঙ্গারভেল্ট। ১৩৩টি আন্তর্জাতিক উইকেট লাভ করা ল্যাঙ্গারভেল্ট এর আগে দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের দায়িত্বে ছিলেন।
আরআইএস