• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ২৮, ২০১৯, ০৯:১৫ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৮, ২০১৯, ০৯:১৫ এএম

টাইগারদের একাদশে যে কারণে আসছে না পরিবর্তন

টাইগারদের একাদশে যে কারণে আসছে না পরিবর্তন
প্রথম ম্যাচের পরাজয়ের বৃত্ত থেকে বের হতে চায় টাইগাররা। ফটো : এপি

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া টাইগারদের সিরিজে টিকে থাকতে আজ জয়ের কোনো বিকল্প নেই। 

রোববার (২৮ জুলাই) বাংলাদেশ সময় বেলা ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দিবা-রাত্রির খেলাটি শুরু হবে। সরকারি টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি ও মাছরাঙা টিভির পর্দায় দেখা যাবে সিরিজের তিনটি ম্যাচই। এছাড়া অনলাইনে দেখা যাবে সনি লিভ অ্যাপ কিংবা র‍্যাবিটহোল এন্টেরটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। 

এ ছাড়া, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডে যথাক্রমে স্কাই স্পোর্টস ক্রিকেট ও স্কাই স্পোর্টস নিউজিল্যান্ড সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও কানাডার অধিবাসীদের জন্য থাকছে ফক্স স্পোর্টস। দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্ট এবং কানাডায় এটিএন ক্রিকেট প্লাসে ম্যাচগুলো সরাসরি দেখানো হবে।

সিরিজের প্রথম ম্যাচে শোচনীয় পরাজয় বরণ করে নেয়া বাংলাদেশের ছন্দহীন বোলিং, বাজে ফিল্ডিং এবং হতশ্রী ব্যাটিং পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টের ভেতরে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিলেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারলে আজই জিতে ঘুরে দাঁড়াতে পারে লাল-সবুজের দল।  

আগের ম্যাচের বাজে পারফরম্যান্সের পর অনেকেই ধরে নিয়েছিলেন যে আজকের ম্যাচে টাইগারদের একাদশে পরিবর্তন অবশ্যম্ভাবী। কিন্তু দলটির অন্তবর্তীকালীন হেড কোচ খালেদ মাহমুদ সাফ জানিয়ে দিয়েছেন, আগের ম্যাচের একাদশকে খেলানোর পক্ষেই তিনি রয়েছেন। এখনই তিনি কারোর উপর ব্যক্তিগতভাবে আস্থা হারাতে চাইছেন না। 

অপরদিকে, আজই জিতে সিরিজ নিশ্চিত করতে মরিয়া স্বাগতিক শ্রীলঙ্কার একাদশে নিঃসন্দেহে পরিবর্তন আসতে চলেছে। দুইদিন আগে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেয়া লাসিথ মালিঙ্গার জায়গা নিতে আজ মাঠে নামতে পারেন দাসুন শানাকা। 

যাদের দিকে থাকবে আলাদা নজর

তামিম ইকবাল (বাংলাদেশ) : বিশ্বকাপে নিজের স্বাভাবিক ছন্দে তামিমের না থাকাটা বাংলাদেশ দলকে মারাত্মকভাবে ভুগিয়েছে। আগের ম্যাচে মালিঙ্গার ইয়র্কারে রানের খাতা না খুলেই বোল্ড হয়ে ফিরেছেন। মাশরাফীর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া তামিম নিজেই ম্যাচ শেষে স্বীকার করেছেন, আমাকে বেশ লড়াই করতে হচ্ছে। আমাকে ভালো পারফরম্যান্স করতে হবে, সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে হবে। আমার বিশ্বাস আমি রান করলে পরের ম্যাচগুলোতে সবাই আরও চাঙ্গা হয়ে উঠবে। তাই স্বাভাবিকভাবেই আজ টাইগার সমর্থকদের বাড়তি নজর তামিমের দিকেই থাকবে।

নুয়ান প্রদীপ (শ্রীলঙ্কা) : ওয়ানডে থেকে লাসিথ মালিঙ্গা চলে যাওয়ায় তার অভাব লঙ্কার ক্রিকেটের পূরণ করতে দীর্ঘকাল লেগে যাবে, তা বলা বাহুল্য। যদিও সময় কারোর জন্য থেমে থাকবে না। কার প্রতি ভরসা রাখা যায় সেই ভাবনাতেই রয়েছে স্বাগতিকরা। এক্ষেত্রে পেসার নুয়ান প্রদীপই শ্রীলঙ্কার আশার আলো জাগিয়ে রাখতে পারেন। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে স্বল্প পুঁজি নিয়ে লঙ্কানরা প্রদীপের দারুণ বোলিংয়ে ভর করেই প্রথম জয়ের দেখা পেয়েছিল। আবারো তার কাছ থেকেই কিছু একটা পেতে চায় ১৯৯৬ বিশ্বকাপ জয়ীরা। 

পিচ ও কন্ডিশন 

কলম্বোর আকাশ আজ পরিষ্কার থাকবে বলেই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। রান প্রসবা প্রেমাদাসার পিচে টসে জেতা অধিনায়ককে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতে তাই দ্বিতীয়বার চিন্তা করতে হবে না।   

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য) : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো মাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, লাহিরু থিরিমান্নে, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও দাসুন শানাকা।

আরআইএস 

আরও পড়ুন