
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আর.প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারায় সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।
একাদশে এক পরিবর্তন নিয়ে তাই মাঠে নামছে সফরকারীরা। পেসার রুবেল হোসেনের পরিবর্তে একাদশে ঢুকেছেন স্পিনার তাইজুল ইসলাম।
অন্যদিকে, বাংলাদেশ হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা শ্রীলঙ্কা একাদশে একাধিক পরিবর্তন এনেছে। প্রথম ম্যাচ খেলেই অবসরের ডাক লাসিথ মালিঙ্গার পরিবর্তে একাদশে ঢুকেছেন ইসুরু উদানা।
এসএইচএস