• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ২৮, ২০১৯, ০৬:১৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৮, ২০১৯, ০৬:১৫ পিএম

বাংলাদেশকে টেনে তুলছেন মুশফিক-মিরাজ 

বাংলাদেশকে টেনে তুলছেন মুশফিক-মিরাজ 
ক্যারিয়ারের ৩৭তম ফিফটি তুলে নিয়েছেন মুশফিক। ছবি: ক্রিকইনফো

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৪ ওভার ৩ বল শেষে ৬ উইকেটে ১৯৩ রান।

দলীয় ১১৭ রানেই ৬ উইকেট হারিয়ে প্রচণ্ড চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলেছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের ৩৭ তম অর্ধশতক তুলে নিয়ে ৬৮ রানে অপরাজিত আছেন মুশফিক। আজই ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। অন্য প্রান্তে মুশফিককে ভালোই সঙ্গ দিচ্ছেন মিরাজ। চারটি বাউন্ডারিতে ৩৭ রান করে এখন পর্যন্ত ক্রিজে আছেন তিনি।  

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশের উদ্বোধনী জুটি। দলীয় ২৬ রানে সৌম্য সরকারকে তুলে নিয়ে বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটান লঙ্কান পেসার নুয়ান প্রদীপ। ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবালও টিকতে পারেননি বেশিক্ষণ। ব্যক্তিগত ১৯ রানে ইসুরু উদানার বলে ইনসাইড এজে বোল্ড হয়ে ফিরেছেন। 

চার নম্বরে নামা মোহাম্মদ মিঠুনের বডি ল্যাঙ্গুয়েজেও আজ ছিল না কোনো ইতিবাচকতার ছাপ। ২৩ বলে করেছেন ১২, আকিলা ধনঞ্জয়ের বলে আউট হয়েছেন কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে। হতাশ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। বোল্ড হয়ে ফিরেছেন ধনঞ্জয়ের দ্বিতীয় শিকার হয়ে। তাড়াহুড়োয় রান আউট হয়ে উইকেট বিলিয়ে এসেছেন সাব্বির রহমান। 

তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচটি জিততেই হবে টাইগারদের। 

এমএইচএস  

আরও পড়ুন