
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। সিরিজ জয়ের লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচটি জিততেই হবে টাইগারদের। টিকে থাকার সে লড়াইয়ের প্রথম অংশে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৩৮ রান করেছে তামিম ইকবালের দল।
দলীয় ১১৭ রানেই ৬ উইকেট হারানো বাংলাদেশের ত্রাতা হয়ে আজ আবির্ভূত হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ১১০ বল খেলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৯৮ রানে অপরাজিত ছিলেন তিনি। আজই ওয়ানডে ক্যারিয়ারে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। ওয়ানডেতে এখন তার রান সংখ্যা ৬,০৯০। আজকের ইনিংসটি মুশফিকের ক্যারিয়ারের ৩৭তম অর্ধশতক।মাত্র দুই রানের জন্য ৮ম সেঞ্চুরি থেকে বঞ্চিত থাকতে হলো এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।
দ্রুত ৬ উইকেট পতনের পর মুশফিককে যোগ্য সঙ্গ দিয়ে টাইগারদের এগিয়ে নিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ। ৪৯ বলে ৬ বাউন্ডারিতে করেছেন ৪৩ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশের উদ্বোধনী জুটি। দলীয় ২৬ রানে সৌম্য সরকারকে তুলে নিয়ে বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটান লঙ্কান পেসার নুয়ান প্রদীপ। ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবালও টিকতে পারেননি বেশিক্ষণ। ব্যক্তিগত ১৯ রানে ইসুরু উদানার বলে ইনসাইড এজে বোল্ড হয়ে ফিরেছেন।
চার নম্বরে নামা মোহাম্মদ মিঠুনের বডি ল্যাঙ্গুয়েজেও আজ ছিল না কোনো ইতিবাচকতার ছাপ। ২৩ বলে করেছেন ১২, আকিলা ধনঞ্জয়ের বলে আউট হয়েছেন কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে। হতাশ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। বোল্ড হয়ে ফিরেছেন ধনঞ্জয়ের দ্বিতীয় শিকার হয়ে। তাড়াহুড়োয় রান আউট হয়ে উইকেট বিলিয়ে এসেছেন সাব্বির রহমান।
লঙ্কানদের হয়ে আজ দু'টি করে উইকেট নিয়েছেন নুয়ান প্রদীপ, ইসুরু উদানা ও আকিলা ধনঞ্জয়।
এমএইচএস