
সম্প্রতি এক টুইটার ব্যবহারকারী, একাধিক মেয়ের সঙ্গে পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমাম-উল-হকের অবৈধ সম্পর্ক থাকার বিষয়টি তথ্য-প্রমাণসহ ফাঁস করেন। টুইটারে ওই ব্যক্তি একাধিক স্ক্রিনশট আপলোড করে জানান, মোটামুটি ৭-৮ জন নারীর সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন ইমাম-উল-হক। অভিযোগকারী নারীরা জানাচ্ছে, ইমাম তাদের জীবন নষ্ট করেছেন।
এদিকে সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে নারীঘটিত কেলেঙ্কারিতে ফাঁসলেন আরেক পাকিস্তানি ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি। সম্প্রতি ফিরিহা নামের এক নারী টুইটারে শাহীন আফ্রিদির ভিডিও চ্যাটিংয়ের একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন। যেখানে ওই পাকিস্তানি তরুণী লেখেন, ‘শাহীন শাহ আফ্রিদি পরবর্তী বিগ ফিশ (গভীর জলের মাছ)।
এরপর তিনি প্রশ্ন রাখেন, কেন পাকিস্তানি ক্রিকেটাররা মাঠে বরাবরই বাজে পারফরম্যান্স করে? সঙ্গে সঙ্গে আবার নিজের প্রশ্নের প্রতিত্তুরে তিনি লেখেন, ‘তারা সব সময় মেয়েদের পটাতে ব্যস্ত থাকে। তারা তাদের সামাজিক সম্মান ও ক্ষমতা ব্যবহার করে নারীদের শরীর পাওয়ার জন্য। এরপর তিনি হুমকি দিয়ে আরও লেখেন, আরও প্রমাণ আপলোড করা হবে শিগগিরই।’
এসএইচএস