• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ২৮, ২০১৯, ০৮:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৮, ২০১৯, ০৮:০৬ পিএম

আরও একটি ফুটবল ক্লাব কিনলেন পিকে 

আরও একটি ফুটবল ক্লাব কিনলেন পিকে 
বার্সার তারকা ফুটবলার জেরার্ড পিকে - ছবি : টুইটার

নিজের ফুটবল বাণিজ্যকে আরও একধাপ এগিয়ে নিলেন সাবেক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে। বর্তমানে ফুটবল ক্লাব বার্সেলোনায় খেলে থাকা এই ডিফেন্ডার এফসি অ্যান্ডোরার পর এবার কিনলেন জিমনাসটিক মানরেসা নামক স্পেনের চতুর্থ সারির ফুটবল ক্লাবকে। 

মানরেসার বর্তমান কর্তাদের নিকট ক্লাবটির ৮০ শতাংশ কিনে নেয়ার জন্য প্রস্তাব রাখে পিকের ব্যবসায়ীক প্রতিষ্ঠান কসমস গ্রুপ। নাসিও ডিজিটালের এক প্রতিবেদনে উঠে এসেছে, কসমস গ্রুপের দেয়া প্রস্তাব সানন্দে গ্রহণ করে মানরেসা কর্তৃপক্ষ। ক্লাবটির ৮০ মালিকানা এখন তাই কসমস গ্রুপের। 

জানা গেছে, এফসি অ্যান্ডোরার একাডেমী হিসেবে ব্যবহার করার জন্য মানরেসার মালিকানা কিনেছে কসমস গ্রুপ। অ্যান্ডোরা চতুর্থ বিভাগের দল হলেও, তারা এখনো যুব দল গঠন করতে পারেনি। নতুন নতুন খেলোয়াড় বের করতেই তাদের এই উদ্যোগ। 

এসএইচএস   

আরও পড়ুন