
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২৩৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১৪ ওভার শেষে ১ উইকেটে ৮৯ রান।
মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন দুই শ্রীলঙ্কান ওপেনার কুশল পেরেরা ও অধিনায়ক দিমুথ করুণারত্নে। ১১ ওভার ৩ বলেই এই জুটি তুলে ফেলে ৭১ রান।
তবে লঙ্কানদের রানের স্রোতে এরপরই বাধ সাধেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত আর্মারে করুণারত্নেকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠিয়েছেন তিনি। ফেরার আগে ২৯ বল খেলে ১৫ রান করেছেন লঙ্কান অধিনায়ক।
যদিও টাইগারদের জন্য হুমকি হয়ে এখনো ক্রিজে আছেন আবিষ্কা ফার্নান্দো। ৬১ রানে অপরাজিত আছেন তিনি। করুণারত্নের বিদায়ে উইকেট এসেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরা।
এমএইচএস