
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২৩৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩৭ ওভার শেষে ৩ উইকেটে ২০৩ রান।
বিশ্বকাপের মতো শ্রীলঙ্কা সিরিজেও অব্যাহত রয়েছে টাইগারদের নখদন্তহীন বোলিং। মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন দুই শ্রীলঙ্কান ওপেনার কুশল পেরেরা ও অধিনায়ক দিমুথ করুণারত্নে। ১১ ওভার ৩ বলেই এই জুটি তুলে ফেলে ৭১ রান।
তবে লঙ্কানদের রানের স্রোতে এরপরই বাধ সাধেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত আর্মারে করুণারত্নেকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠিয়েছেন তিনি। ফেরার আগে ২৯ বল খেলে ১৫ রান করেছেন লঙ্কান অধিনায়ক। কাপ্তানের বিদায়ের পরও ঝড় চালিয়ে যান আবিষ্কা। কুশল পেরেরাকে নিয়ে গড়েন ৫৮ রানের জুটি। ব্যক্তিগত ৮২ রানে মুস্তাফিজের প্রথম শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন আবিষ্কা।
তৃতীয় উইকেটটি তুলে নিতেও খুব দেরি হয়নি। দলীয় ১৪৬ রানে কুশল পেরেরাকেও তুলে নেন মুস্তাফিজ। তবে এরপর থেকে এখন পর্যন্ত কোনো বিপদ ঘটতে দেননি কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।
মেন্ডিস ৩২ ও ম্যাথিউস ২২ রানে অপরাজিত আছেন। জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার মাত্র ৩৬ রান, হাতে আছে ৭টি উইকেট।
এমএইচএস