• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ৩০, ২০১৯, ০৫:২৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩০, ২০১৯, ০৫:২৪ পিএম

‘বাংলাদেশের পেসারদের লাইন লেংথ ভালো নয়’

‘বাংলাদেশের পেসারদের লাইন লেংথ ভালো নয়’
টাইগার পেসারদের লাইন লেংথ ঠিক করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শার্ল ল্যাঙ্গাভেল্ট। ছবিঃ সংগৃহীত

সম্প্রতি ক্যারিবিয়ান কিংবদন্তী কোর্টনি ওয়ালশকে বিদায় দিয়ে সাবেক দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার শার্ল ল্যাঙ্গাভেল্টকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্রুতই টাইগার বোলারদের নিয়ে কাজ শুরু করবেন এই প্রোটিয়া। তার আগে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে বাংলাদেশ-ভাবনা নিয়ে কথা বলেছেন ল্যাঙ্গাভেল্ট।

বাংলাদেশী পেসারদের লাইন লেংথ মেনে চলায় অনেক ঘাটতি লক্ষ্য করেছেন ল্যাঙ্গাভেল্ট। তিনি বলেন, 'আমি বাংলাদেশী বোলারদের খুব কাছ থেকে দেখেছি। তাদের আলিন ও লেংথ মেনে চলতে অনেক সমস্যা হচ্ছিল। এই জায়গাতে তাদের প্রচুর উন্নতি করতে হবে, আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।'

অন্যদিকে বাংলাদেশ দলের জন্য কমপক্ষে তিনজন পেসারকে সবসময়ের জন্য প্রস্তুত রাখতে চান ল্যাঙ্গাভেল্ট। ক্রিকইনফোকে তিনি বলেন, 'আমি দেখেছি বেশিরভাগ সময় দেশের মাটিতে তারা কম পেসার নিয়ে মাঠে নামে। কিন্তু আপনি যখন দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে যাবেন, সেখানে আপনাকে তিন বা তার বেশি ফাস্ট বোলার নিয়ে খেলতে হবে। এ কারণে আমি সবসময়ের জন্য অন্তত তিনজন পেসার প্রস্তুত রাখতে চাই।'

ল্যাঙ্গাভেল্ট আরও বলেন, 'সব ফরম্যাটেই নতুন বলে সমন্বয় আনাটা জরুরি। লাইন-লেংথ ঠিক রেখে দীর্ঘ সময় বল করার অভ্যাস গড়ে তোলা দরকার। ওভারে চার থেকে পাঁচটি বল সঠিক জায়গায় ফেলতে হবে যাতে করে ব্যাটসম্যানরা শঙ্কিত হয়।'

এমএইচএস

আরও পড়ুন