• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ৩০, ২০১৯, ০৬:০১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩০, ২০১৯, ০৬:০১ পিএম

কালো ব্যাজ পরে কাল মাঠে নামবে বাংলাদেশ

কালো ব্যাজ পরে কাল মাঠে নামবে বাংলাদেশ
প্রয়াত শামিম কবিরের মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করতে চায় বাংলাদেশ। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বপ্রথম অধিনায়ক শামিম কবিরের মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আর এই শোককে শক্তিতে পরিণত করে জ্বলে উঠতে আগামীকাল প্রয়াত শামিম কবিরের স্মরণে কালো ব্যাজ পরিধান করে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

লঙ্কানদের বিপক্ষে আগামীকাল তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ খুইয়ে বসে আছে তামিম  ইকবালের দল। তবে বাংলাদেশ ক্রিকেটের অগ্রযাত্রার অন্যতম নায়ক শামিম কবিরের প্রয়াণের শোক ভোলার জন্য হলেও শেষ ম্যাচটি জিততে চায় টাইগাররা।

বাল্যকাল থেকেই ক্রীড়ার প্রতি ঝোক ছিল শামিম কবিরের। স্কুলে থাকতেই আজাদ বয়েজের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় দলের হয়ে ক্রিকেট ছাড়াও আরো অনেক ডিসিপ্লিনে খেলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ক্ষেত্রে অবদান স্বরুপ ‘ব্লু’ পান তিনি।

তদানিন্তন পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান প্রথম বিভাগ ক্রিকেট লীগে আজাদ বয়েজ কয়েকবারের চ্যাম্পিয়ন দল। তার নেতৃত্বেই সৈয়দ আশরাফুল হক, তানভীর মাজহারুল ইসলাম তান্না, কাজী সালাউদ্দিনের মতো ক্রীড়াবিদরা আজাদ বয়েজে খেলেছেন।

তিনি প্রথম বাঙালি ক্রিকেটার যিনি পাকিস্তান দলে খেলেছেন। পাকিস্তান অ-২৫ দলে বিখ্যাত ক্রিকেটার আসিফ ইকবালের অধিনায়কত্বে খেলার কৃত্তিত্ব রয়েছে তার। পূর্ব পাকিস্তান, পূর্ব জোন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৬১-১৯৬৯ সাল পর্যন্ত তিনি ১৫ টি ফাস্ট ক্লাস ম্যাচ খেলেন।

১৯৭৭ সালে ঢাকায় এমসিসি দল এসেছিল। সেই দলের বিপক্ষে বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেন তিনি। বাংলাদেশের প্রথম অধিনায়ক শামিম কবির। বাংলাদেশের ক্রিকেট যতদিন থাকবে শামিম কবিরও ততদিন ইতিহাসের অংশ হয়ে থাকবেন।

এমএইচএস

 

 

আরও পড়ুন