
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া আগস্ট মাসজুড়ে থাকছে আন্তর্জাতিক ক্রিকেট দলগুলোর ব্যস্ত সূচি। যদিও এই মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোনো খেলা থাকছে না, তবে অন্যান্য আন্তর্জাতিক দলগুলো থাকবে বেশ ব্যস্ত; যার মধ্যে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ অন্যতম।
চলুন চোখ বুলিয়ে নেয়া যাক আগস্টের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেট সূচির উপর-
অ্যাশেজ
১ আগস্ট থেকে ৫ আগস্ট: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (১ম টেস্ট), এজবাস্টন।
১৪ আগস্ট থেকে ১৮ আগস্ট: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (২য় টেস্ট), লর্ডস।
২২ আগস্ট থেকে ২৬ আগস্ট: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (৩য় টেস্ট), হেডিংলি
*অ্যাশেজের বাকি দুই টেস্ট সেপ্টেম্বরে।
ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
৩ আগস্ট: ১ম টি-টোয়েন্টি, ফ্লোরিডা।
৪ আগস্ট: ২য় টি-টোয়েন্টি, ফ্লোরিডা।
৬ আগস্ট: ৩য় টি-টোয়েন্টি, গায়ানা।
৮ আগস্ট: ১ম ওয়ানডে, গায়ানা।
১১ আগস্ট: ২য় ওয়ানডে, ত্রিনিদাদ।
১৪ আগস্ট: 3য় ওয়ানডে, ত্রিনিদাদ।
২২ আগস্ট থেকে ২৬ আগস্ট: ১ম টেস্ট অ্যান্টিগা।
৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর: দ্বিতীয় টেস্ট, জ্যামাইকা।
নিউজিল্যান্ড দলের শ্রীলঙ্কা সফর:
১৪ আগস্ট থেকে ১৮ আগস্ট: ১ম টেস্ট, গল।
২২ আগস্ট থেকে ২৬ আগস্ট: ২য় টেস্ট, কলম্বো।
৩১ আগস্ট: ১ম টি-টোয়েন্টি, কলম্বো।
এমএইচএস