• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ৩১, ২০১৯, ০৩:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০১৯, ০৩:৫১ পিএম

দুর্দান্ত শফিউলে ভালো শুরু বাংলাদেশের 

দুর্দান্ত শফিউলে ভালো শুরু বাংলাদেশের 
শুরুতেই বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দিয়েছেন শফিউল

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে এই মুহূর্তে বোলিং করছে তামিম ইকবালের দল। 

টাইগার পেসার শফিউল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। এ পর্যন্ত ৫ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে লঙ্কান ওপেনার আবিষ্কা ফার্নান্দোর গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিয়েছেন শফিউল। 

ইনিংসের পঞ্চম ওভারে শফিউলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন আবিষ্কা। প্যাভিলিয়নে ফেরার আগে ১৪ বল থেকে করেছেন ৬ রান। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৩ ওভার শেষে ১ উইকেটে ৫৩ রান। লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে ২৭ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরা ১৮ রান নিয়ে অপরাজিত আছেন। 

এমএইচএস     

আরও পড়ুন