
বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে শুরুতেই উইকেট হারানোর পর উইকেটে জেঁকে বসেছিলেন দিমুথ করুনারত্নে ও কুশাল পেরেরা। তবে লঙ্কান অধিনায়ককে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে দ্বিতীয় ব্রেক-থ্রু এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। ৪৬ রান করা করুনারত্নেকে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী করেছেন তাইজুল।
এই উইকেট পড়ার ৫ বল পর ফের উইকেটের পতন ঘটে স্বাগতিকদের। এবার ৪২ রান করা উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরাকে সাজঘরের পথ দেখিয়ে দেন পেসার রুবেল হোসেন।
আজ বুধবার (৩১ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে বোলিংয়ে নামে বাংলাদেশ।
টাইগার পেসার শফিউল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে শুরুটা ভালো হয় টাইগারদের। ইনিংসের পঞ্চম ওভারে শফিউলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান আবিষ্কা। প্যাভিলিয়নে ফেরার আগে ১৪ বল থেকে করেছেন ৬ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, শ্রীলঙ্কার সংগ্রহ ২২ ওভার শেষে ৩ উইকেটে ৯৮ রান। উইকেটে কুশল মেন্ডিস ১ এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজ ০ রান নিয়ে ব্যাট করছেন।
এসএইচএস