• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ৩১, ২০১৯, ০৭:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০১৯, ০৭:৪৯ পিএম

বিশ্বকাপের আগ পর্যন্ত স্কলানিতেই ভরসা আর্জেন্টিনার

বিশ্বকাপের আগ পর্যন্ত স্কলানিতেই ভরসা আর্জেন্টিনার
২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ডাগ-আউটে দেখা যাবে লিওনেল স্কলানিকে - ছবি : টুইটার

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে লিওনেল স্কলানি আর্জেন্টিনার দায়িত্ব নিলেও, নতুন ও তরুণ এক দল তার অধীনে ভালো করতে থাকায় খুশি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ)। এ কারণে আলবিসেলেস্তারা কোপা আমেরিকায় সেমিফাইনাল থেকে বিদায় নিলেও, চাকরির সময়সীমা বাড়ল স্কলানির।

এএফএ জানিয়েছে, আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব পর্যন্ত লিওনেল মেসির দলকে কোচিং করাবেন তিনি। আনুষ্ঠানিক এক বিবৃতিতে তারা জানায়, কোপা আমেরিকায় যার অধীনে আর্জেন্টিনা তৃতীয় স্থান লাভ করেছে, সেই স্কলানির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। পরের বছর থেকে শুরু হতে যাওয়া ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব পর্যন্ত স্কলানি আমাদের সঙ্গে থাকবে।

উল্লেখ্য, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর তৎকালীন আর্জেন্টিনা কোচ হোর্সে সাম্পাওলিকে হেড কোচের পদ থেকে সরিয়ে দেয়ার পর স্কলানি আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ হয়ে আসেন।

আর্জেন্টিনার পরের ম্যাচ ৫ সেপ্টেম্বর। লস এঞ্জেলসে সেই ম্যাচে প্রতিপক্ষ চিলি। ওই ম্যাচের পাঁচদিন পর আরেকটি প্রীতি ম্যাচে তারা খেলবে মেক্সিকোর বিপক্ষে। এরপর অক্টোবরে আরও ২টি প্রীতি ম্যাচ খেলার পর নম্ভেম্বরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সৌদি আরবে খেলবে মেসি-দিবালারা। 

এসএইচএস

আরও পড়ুন