
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। ২৯ রানের মধ্যেই টপ-অর্ডারের ২ ব্যাটসম্যান তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের উইকেট হারিয়ে বসেছে টাইগাররা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, প্রথম পাওয়ারপ্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪১ রান। উইকেটে রয়েছেন মুশফিকুর রহিম ও সৌম্য সরকার।
আজ বুধবার (৩১ জুলাই) লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দলকে বিপদে ফেলেন পুরো সিরিজে ব্যর্থ দলীয় অধিনায়ক তামিম ইকবাল। মাত্র ২ রান করেই কাসুন রজিতার বলে আউট হন তিনি। এনামুল হক বিজয় পরিস্থিতি বুঝে খেললেও ম্যাচের ৮ম ওভারে রজিতার দ্বিতীয় শিকারে পরিণত হন। তার ব্যাট থেকে আসে ১৪ রান।
এসএইচএস