
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আর.প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ২৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৯৯ রান।
হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচার ম্যাচে শুরুতেই দলকে বিপদে ফেলে দেন বিশ্বকাপ থেকে অফ-ফর্মে থাকা দলীয় অধিনায়ক তামিম ইকবাল। মাত্র ২ রান করেই কাসুন রজিতার বলে আউট হন তিনি।
দলে সুযোগ পাওয়া এনামুল হক বিজয় পরিস্থিতি বুঝে খেলার চেষ্টা করলেও ম্যাচের ৮ম ওভারে রজিতার দ্বিতীয় শিকারে পরিণত হন। তার ব্যাট থেকে আসে ১৪ রান।
এরপরেই যেন মড়ক লাগে বাংলাদেশের ইনিংসে। একে একে নিজেদের উইকেট লঙ্কান বোলারদের কাছে বিলিয়ে দিয়ে আসতে থাকেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এই ৩ জনের মধ্যে একমাত্র মুশফিকই ছুঁতে পারেন দুই অঙ্কের স্কোর (১০)। মিথুন ও মাহমুদউল্লাহ সাজঘরে ফেরেন যথাক্রমে ৪ ও ৯ রান করে। এই ৩ ব্যাটসম্যানের উইকেটই তুলে নেন দাসুন শানাকা।
এসএইচএস