
শ্রীলঙ্কায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার পর নিরাপদে দেশে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। খেলোয়াড়রা ছাড়াও দলের সঙ্গে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ঢাকায় পা রাখেন।
বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুর ১টা ৫৫ মিনিটে টাইগারদের বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে টাইগারদের বহনকারী বিমান ইউএলের ঢাকার পথে উড্ডয়ন করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে বিমান না ছাড়ার কারণে সবার মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়।
সকাল ৮টার সময় যাত্রীদের সবাইকে পাইলট জানান, বিমানের বাম উইংয়ে সমস্যা দেখা দিয়েছে। এরপর বিমান থেকে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নামিয়ে দেয়া হয়। এ অবস্থায় বিমান আকাশে উড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তাই প্রাণে রক্ষা পেয়েছেন দলের সবাই।
পরে বাংলাদেশ দলের জন্য নতুন একটি ফ্লাইট দেয়া হয়। সেই ফ্লাইটে স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে মুশফিক-তামিমরা। যান্ত্রিক ত্রুটির কারণে আড়াই ঘণ্টা বিলম্ব হওয়ার পর ৩ ঘণ্টা ৫ মিনিট ভ্রমণ শেষে বাংলাদেশ দলকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে।
আরআইএস