• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ২, ২০১৯, ০৮:১৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২, ২০১৯, ০৮:১৯ পিএম

রিয়াল-বার্সার দুই বড় তারকাকে কিনতে চান বেকহ্যাম 

রিয়াল-বার্সার দুই বড় তারকাকে কিনতে চান বেকহ্যাম 
ফাইল ফটো

বায়ার্ন মিউনিখে এক মৌসুম ধারে খেলার পর সম্প্রতি ফের রিয়াল মাদ্রিদে ফিরেছেন কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ। দলের সঙ্গে পুরোদমে অনুশীলনও করছেন তিনি। তবে এখনো পুরনো ক্লাবে ভবিষ্যৎ নিশ্চিত নয় হামেসের। মিডফিল্ডে মদ্রিচ, ক্রুস ও ক্যাসমিরোদের ভিড়ে স্থায়ীভাবে নতুন কোনো ক্লাবে তিনি যোগ দেবেন বলে জোর গুঞ্জন। 

ফিফা ২০১৪ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে পেতে মরিয়া হয়ে আছে ইউরোপের বড় বড় ক্লাবগুলো। অ্যাতলেটিকো মাদ্রিদ, নাপোলি তাকে পেতে বড় অঙ্কের টাকা খরচ করতেও রাজি আছে। এদিকে হামেসকে পাওয়ার দৌড়ে যোগ দিয়েছে ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যামের আমেরিকান ফুটবল ক্লাব ইন্টার মায়ামি। 

রিয়াল মাদ্রিদের হয়ে ৪ মৌসুম খেলা বেকহ্যাম ২০১৪ সালে আমেরিকার মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মায়ামির মালিকানা কিনে নেন। বর্তমানে ক্লাবটির সভাপতিও তিনি। সাবেক ক্লাবের তারকা ফুটবলার হামেসের প্রতি তাই বাড়তি নজর এই ইংলিশম্যানের। 

শুধুমাত্র হামেস নয়, ইউরোপের আরও বেশ কয়েকজন নামীদামী তারকাকে নতুন মৌসুমে নিজের ক্লাবে ভেড়াতে চান বেকহ্যাম। সম্প্রতি ইংলিশ দৈনিক দ্য সান নিশ্চিত করেছে এই তথ্য। সেই নামীদামী তারকার মধ্যে বার্সেলোনার মিডফিল্ড মেরুদণ্ড সার্জিও বুস্কেটসও। 

এসএইচএস  

আরও পড়ুন