• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ৩, ২০১৯, ০১:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০১৯, ০৭:০৯ পিএম

রাশিয়ান ক্লাবে যোগ দিলেন সেই ম্যালকম 

রাশিয়ান ক্লাবে যোগ দিলেন সেই ম্যালকম 
জেনিতে যোগ দিলেন ম্যালকম - ছবি : ইন্টারনেট

গত মৌসুমে ম্যালকমকে নিয়ে বার্সেলোনা-রোমার মধ্যে চলে ইঁদুর দৌড় খেলা। বোঁর্দো থেকে ইতিলিয়ান ক্লাব রোমা এই ব্রাজিলিয়ান তারকাকে নিজেদের ডেরায় ভেড়ায়। ইতালিয়ান ক্লাবটিতে যোগ দিতে বিমান ধরতে এয়ারপোর্টেও পৌঁছায় ম্যালকম। 

তবে সে মুহূর্তেই বার্সেলোনা ঘোষণা দেয়, ম্যালকমের জন্য রোমার চেয়ে বেশি মূল্য দেবে তারা। বোঁর্দো সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করায় রোমার বিমান না ধরে বার্সেলোনার বিমানে চড়েন এই ফরোয়ার্ড। 

কিন্তু বার্সেলোনাতে যোগ দেয়া হয়ত বড় ভুল সিদ্ধান্ত ছিল ম্যালকমের জন্য। কেননা বহু আশা ও স্বপ্ন নিয়ে বিশ্বের অন্যতম সেরা ক্লাবে যোগ দিলেও, কাতালান ক্লাবটির হয়ে গত মৌসুমে বেশিরভাগ সময়ই বেঞ্চে বসে কাটাতে হয় তাকে। এ কারণে ব্লাউগ্রানাদের হয়ে মাত্র এক মৌসুম কাটিয়েই নতুন ঠিকানা খুঁজে নিলেন ম্যালকম। 

গতকাল (০২ আগস্ট) রাশিয়ান ফুটবল ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গের সঙ্গে চুক্তি সই করেছেন ম্যালকম। আগামী ৫ মৌসুমের জন্য দলটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই ফুটবলারকে পেতে জেনিতকে খরচ করতে হয়েছে ৪০ মিলিয়ন ইউরো ও ৫ মিলিয়ন ইউরো ভেরিয়েবলস। 

বার্সার হয়ে গত মৌসুমে মোট ২৪ ম্যাচ খেলেন ম্যালকম। গোল করেন ৪টি। এর মধ্যে কোপা দেল রে'তে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষেও ১টি গোল আছে এ ব্রাজিলিয়ানের। 

এসএইচএস 

আরও পড়ুন