• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ৩, ২০১৯, ০২:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০১৯, ০২:৫৬ পিএম

আমিরের পথ ধরছেন ওয়াহাব? 

আমিরের পথ ধরছেন ওয়াহাব? 
ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমির - ছবি : ইন্টারনেট

গত ২৬ জুলাই টেস্ট দল থেকে অবসর নেয়ার ঘোষণা দেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। মাত্র ২৭ বছর বয়সে তার এই সিদ্ধান্ত হতবাক করে দেয় ক্রিকেট বিশ্বকে। 

সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার টেস্ট ক্রিকেট ছাড়ার ঘোষণা দিতে যাচ্ছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াহাব রিয়াজও। বেশ কয়েকটি, গণমাধ্যম নিশ্চিত করেছে কানাডা চলমান গ্লোবাল টি-টোয়েন্টি লীগ খেলে দেশে ফিরে অবসরের ডাক দেবেন ওয়াহাব। 

পাকিস্তানের দুনিয়া নিউজ নামক এক গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ইতোমধ্যেই নিজের সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দিয়েছেন ওয়াহাব।  

দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের হঠাৎ-ই অবসর নেয়ার হিড়িক পড়ে যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে পাকিস্তান ক্রিকেটে। বিশ্বকাপে দল সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলেও, আমির ও ওয়াহাব ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। 

তবে কেন তারা টেস্ট ক্রিকেট ছাড়ছেন? জানা গেছে, সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে বেশি মনোযোগ দিতেই আমির-ওয়াহাবরা সাদা পোশাকে খেলতে অনাগ্রহী। 

এসএইচএস    

আরও পড়ুন