• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ৩, ২০১৯, ০৪:০১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০১৯, ০৪:০৩ পিএম

উইন্ডিজ দল থেকে বাদ পড়লেন রাসেল 

উইন্ডিজ দল থেকে বাদ পড়লেন রাসেল 
ফের হাঁটুর সমস্যায় পড়েছেন আন্দ্রে রাসেল - ছবি : ইন্টারনেট

আজ (০৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ফ্লোরিডায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সিরিজের বাকি ২ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ফ্লোরিডা ও গায়ানায়। 

তবে সিরিজটি শুরুর আগে দুঃসংবাদ ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। ইনজুরিতে পড়ায় প্রথম দুই ম্যাচ মাঠে নামতে পারবেন না দলটির বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

যুক্তরাজ্যে অনুষ্ঠিত ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সময়ে হাঁটুর ইনজুরিতে পড়েন রাসেল। এ কারণে গত ১৭ জুন টনটনে প্রথম পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলার পর আর মাঠে নামা হয়নি তার। করানো হয় অস্ত্রোপচারও। 

পুরোপুরি সুস্থ হয়ে গেল মাসের শেষের দিকেই ফের মাঠে ফেরেন রাসেল। কানাডায় শুরু হওয়া গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে ২২ গজে ফেরেন তিনি। তবে সেখানে দু’টি ম্যাচ খেলার পরেই ফের হাঁটুতে ব্যথা অনুভব করেন রাসেল। তাই ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত প্রথম দুই টি-টোয়েন্টির দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রাসেল।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৭টি টি-টোয়েন্টি খেলে ৪৬৫ রান ও ২৫ উইকেট শিকার করা রাসেলের বদলী হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন জেসন মোহাম্মদ। জাতীয় দলের সর্বশেষ ২০১৮ সালের জুলাইয়ে খেলেছিলেন তিনি।

দলে মোহাম্মদকে নেয়ার বিষয়ে ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত কোচ ফ্লয়েড রেইফার বলেন, ‘সর্বশেষ মৌসুমে সে দারুণ পারফরম্যান্স করেছে। এছাড়া বিভিন্ন টি-টোয়েন্টি আসরেও ভালো করেছে সে। তবে রাসেলের মতো একজন বিধ্বংসী খেলোয়াড়ের অভাব পূরণ করা অতো সহজ নয়। তারপরও আশা করবো সে ভালো পারফরম্যান্স করতে পারবে।’

এসএইচএস 

আরও পড়ুন