
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ২৮৪ রানের জবাব দিতে নেমে ৩৭৪ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। অ্যাশেজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার চেয়ে প্রথম ইনিংসে তাই ৯০ রানে এগিয়ে থেকেই দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিকরা।
আজ (শনিবার) এজবাস্টনে ৪ উইকেটে ২৬৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ২৮২ বল খেলে ১৬ চারের মারে ১২৫ রানে অপরাজিত থাকা ররি বার্নস ও ৭১ বলে ৬ চারের মারে ৩৮ রান করা বিশ্বকাপ ফাইনালের নায়ক বেন স্টোকস সকালের সেশনে স্বাগতিকদের হয়ে খেলতে নামেন।
তবে দিনের শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে ইংলিশরা। নতুন দিনে নিজের নামের পাশে মাত্র ৮ রান যোগ করতেই সাজঘরের পথ ধরেন সেঞ্চুরিয়ান ররি বার্নস। ব্যক্তিগত ১৩৩ রানে নাথান লিওনের বলে তিনি ধরা দেন টিম পাইনের হাতে। বেন স্টোকসও ঠিক ৫০ রান করে ফিরে যান। তার উইকেটটি তুলে নেন পেসার প্যাট কামিন্স।
দলের হাল ধরতে ব্যর্থ হন অভিজ্ঞ দুই ব্যাটসম্যান জস বাটলার ও জনি বেয়ারস্টোও। ফলে একসময় বড় লিড নেয়ার স্বপ্ন দেখা স্বাগতিকদের ইনিংস ৩৭৪ রানের শেষ হয়ে যায়। বাটলারের ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। তার উইকেটটিও তুলে নেন কামিন্স।
অন্যদিকে, উইকেটরক্ষক ব্যাটসম্যান বেয়ারস্টোর উইলো থেকে আসে ৮ রান। পিটার সিডলের বলে ডেভিড ওয়ার্নারের তালুতে ধরা দেন তিনি।
তবে লোয়ার অর্ডারে ব্যাট করতে নামা ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড বেশ কিছুক্ষণ ভোগান অজি বোলারদের। ওকস ইনিংস শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৭ রান নিয়ে। আর ব্রডের ব্যাট থেকে আসে ২৯ রান।
অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসে সর্বোচ্চ ৩টি করে উইকেট পেয়েছেন কামিন্স ও লিওন। অন্যদিকে, ২টি করে উইকেট তুলে নেন প্যাটিনসন ও সিডল।
এসএইচএস