• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ৪, ২০১৯, ১০:১৩ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৪, ২০১৯, ১০:১৩ এএম

যোগ দিয়েও রংপুরে অনিশ্চিত সাকিব

যোগ দিয়েও রংপুরে অনিশ্চিত সাকিব
আনুষ্ঠানিকভাবে রংপুর রাইডার্সে যোগদানকালে সাকিব আল হাসান। ফটো : চ্যানেল টুয়েন্টি ফোর

ঢাকা ডাইনামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সাকিবের এই দলবদল নিয়ে নাটকীয় এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি জটিল আকার ধারণ করায় তা সমাধানের জন্য ৪৮ ঘন্টা সময় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বুধবার (৩১ জুলাই) ঢাকা ডাইনামাইটসের সাথে ৩ বছরের সম্পর্ক ছিন্ন করে রংপুর রাইডার্সে যোগ দেন সাকিব। বিষয়টি নিয়ে সম্প্রতি দেশের শীর্ষ স্থানীয় এক দৈনিককে দেয়া সাক্ষাৎকারে ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়েদ নিজাম বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাকি এখনও আসন্ন বিপিএলের জন্য রিটেইন তালিকা দেয়নি তাদেরকে। যে কারণে ধরে রাখা খেলোয়ারদের তালিকা দিতে পারছেন না তারা। এ জন্য অনেক ক্রিকেটারই বর্তমান দল ছেড়ে অন্য দলের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন। 

ওবায়েদ নিজাম বলেন, কী হবে, সেটা বোর্ড বলতে পারবে। তারা এখনো রিটেইন ফরম দেয়নি। সেটা দিলে আমরা মূল দলের তালিকা দিতে পারতাম। যাকে প্রয়োজন, তাকে ধরে রাখতে পারতাম। এখন তো সবাই চলে যাবে।

এরপর চ্যানেল টুয়েন্টি ফোরকে ওবায়েদ নিজাম জানান, সাকিব আল হাসানকে নিয়ে পরের আসরের পরিকল্পনা আপাতত ভেস্তে যাওয়ায় স্তম্ভিত ২০১৬'র চ্যাম্পিয়নরা। তবে সাকিব ইস্যুতে বিকল্প ভাবছে না ডাইনামাইটস। রিটেইন লিস্ট চেয়ে বিপিএল গভর্নিং বডির চিঠির অপেক্ষায় ফ্র্যাঞ্চাইজিটি।

তিনি বলেন, সাকিবকে ঘিরেই আমাএর দল গঠন করা হচ্ছিল। দুর্ভাগ্যজনকভাবে তার রংপুরে যোগ দেয়ার খবর আমাদের স্তম্ভিত করে দিয়েছে। এমনটা হলে রিটেইন লিস্টের নিয়ম থাকার দরকার কী? দরকার নাই তো, ফেলে দেন। আমাদের তো নিয়ম অনুযায়ী যেতে হবে। দিক-নির্দেশনা মোতাবেক যেতে হবে। আমাদের কাছে চিঠি চাইলে চিঠি দেবো। কোনো কারণে সাকিব যদি বলে আমি খেলবো না, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো। তবে তার আগে এ বিষয়ে কিছুই বলতে পারছি না।

সাকিবসহ অন্যান্য ক্রিকেটারদের অভ্যন্তরীণ দল পরিবর্তন এবং তার প্রেক্ষিতে নানা অভিযোগ ভাবিয়ে তুলেছে বিপিএল গর্ভনিং কাউন্সিলকেও। প্রথমে ক্রিকেট বোর্ডে পরে বিসিবি সভাপতির সাথে আলাদা বৈঠক করেছেন কর্মকর্তারা। তবে সিদ্ধান্তের জন্য বিসিবি ৪৮ ঘন্টা সময় নিয়েছে। তাই সবমিলিয়ে বলাই যায়, সপ্তম আসরের সামনে এসেও বিতর্কের ঊর্ধ্বে উঠতে ব্যর্থ হলো বিপিএল।

আরআইএস 
 

আরও পড়ুন