
বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে বন্ধু দিবস। জীবনে চলার পথে গড়ে ওঠা বন্ধুত্বকে স্মরণ করার জন্য প্রতিবছর আগস্ট মাসের প্রথম রোববার বন্ধু দিবস পালিত হয়ে থাকে।
রোববার (৪ আগস্ট) বন্ধু দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং পেসার মুস্তাফিজুর রহমান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মুশফিক নানা সময়ে তার বন্ধুদের সঙ্গে নিয়ে তোলা একাধিক ফটো আপলোড করেন মুশফিক। ছবির ক্যাপশনে মি. ডিপেন্ডেবল নামে খ্যাত এই ক্রিকেটার লিখেছেন- আসসালামু ওয়ালাইকুম। আমার সকল বন্ধুকে বন্ধু দিবসের শুভেচ্ছা। আমাকে সবসময় সমর্থন দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। আশা করি জীবনের বাকি সময়েও আমার সঙ্গে সবাই থাকবে।
অপরদিকে, ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতসহ তিন বন্ধুকে নিয়ে তোলা ফটো আপলোড করে নিজের ভেরিফাইড পেজে মুস্তাফিজ লিখেছেন- বন্ধুরা জীবনের অবিচ্ছেদ্য অংশ। যতো ভালো সময় বা খারাপ সময়ই থাকুক, প্রকৃত বন্ধুত্ব কখনো শেষ হয় না। ভালোবাসার বন্ধন সবসময় থেকে যায়। সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা। সামনের দিনগুলোর জন্য সবার প্রতি শুভকামনা।
আরআইএস