
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের প্রথম আসর বসে ১৯৯৭ সালে। সেই ধারাবাহিকতায় ১৯৯৯ সালে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয় এই টুর্নামেন্ট। এরপরই বিভিন্ন কারণে দীর্ঘ ১৬ বছর মাঠে গড়ায়নি বঙ্গবন্ধু গোল্ডকাপ।
বাফুফের বর্তমান সভাপতি ও সাবেক জাতীয় দলের কিংবদন্তি ফুটবলার কাজী মো. সালাউদ্দিনের সময়কালে দীর্ঘ ১৬ বছর পর ২০১৫ সালে তৃতীয়বার দেশের মাটিতে আয়োজন করা হয় বঙ্গবন্ধু গোল্ডকাপ। ধারাবাহিকতা ধরে রেখে ২০১৬ ও ২০১৮ সালে হয়েছে এ টুর্নামেন্ট।
কিন্তু এবছর ফের টুর্নামেন্টটি আয়োজন নিয়ে অনিশ্চয়তা জেগেছে। বিষয়টি জানা গেছে খোদ সালাউদ্দিনের কথাতেই। টুর্নামেন্টটি আয়োজনে ফুটবল ফেডারেশন বদ্ধপরিকর হলেও, আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সূচির কারণে অনিশ্চয়তার মুখে এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপ, ‘আমরা টুর্নামেন্টটি আয়োজন করতে চাইলেও, আয়োজন করা কঠিন। কারণ আন্তর্জাতিক সূচির চাপে দল পাওয়া মুশকিল। তারপরও আমাদের চেষ্টা থাকবেই। এটা নিয়ে কাজ হচ্ছে’- বলেন সালাউদ্দিন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘আমরা নির্ধারিত তারিখ ধরেই কাজ শুরু করেছি। কয়েকদিনের মধ্যে হয়ত আমাদের অগ্রগতির কথা জানাতে পারবো।’
বাফুফের স্পন্সর প্রতিষ্ঠান কে-স্পোর্টসের সিইওকে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন বাফুফের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। দু-একদিনের মধ্যে এ নিয়ে তারা চূড়ান্ত আলোচনায় বসবে।’
আসছে মাসের ২৫ তারিখ এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হওয়ার কথা থাকলেও ভেতরের খবর টুর্নামেন্ট নিয়ে তেমন অগ্রগতি নেই বাফুফের। এ ছাড়াও ওই সময়টাতে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় এই টুর্নামেন্ট এ বছর আদৌ মাঠে গড়াবে কিনা তা নিয়ে সন্দিহান ফুটবল প্রেমীরা।
এসএইচএস