• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ৪, ২০১৯, ০৩:০৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৪, ২০১৯, ০৩:০৭ পিএম

আগস্টে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা 

আগস্টে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা 

আগামী ১৬ আগস্ট ৩টি ওয়ানডে ও ২টি চারদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট দল।

এরপর ১৭ এবং ১৮ আগস্ট সফরকারী দল শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ন্যাশনাল ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন করবে। 

১৯ আগস্ট সাভারের বিকেএসপিতে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। একই মাঠে ২১ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ ২৪ আগস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

খুলনাতেই প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে আগামী ২৭ আগস্ট। এরপর শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সফরের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ। সফর শেষে শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট দল আগামী ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ছাড়বে।

আরআইএস 
 

আরও পড়ুন