
ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে (ডিএলএস) ২২ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত।
রোববার (৪ আগস্ট) ফ্লোরিডার লাউডারহিলে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামা বিরাট কোহলির দল ৫ উইকেটে ১৬৭ রান করে।
আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মা আর শিখর ধাওয়ান শুরুটা ভালোই করেছিলেন। ১৬ বলে ২৩ রানের ইনিংস খেলে কিমো পলের বলে বোল্ড হয়ে ফেরেন ধাওয়ান।
কোহলিকে সঙ্গে নিয়ে রোহিত নিজের ফিফটি তুলে নিয়ে দলের রান ১০০ পার করান। ৫১ বলে ৬ চার ও ৩ ছক্কার মারে ৬৭ রানের ইনিংস খেলা ম্যাচ সেরা রোহিত ফেরার পর ঋশভ পন্থ বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। এরপর বিরাট ২৩ বলে ২৮ রান করে আউট হন। শেষদিকে ক্রুনাল পাণ্ডিয়ার ১৩ বলে ২০ রানে ইনিংসে বড় করে ভারত নির্ধারিত ওভারে ১৬৭ তোলে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওশানে থমাস ও শেলডন কর্টরেল ২টি এবং কিমো পল নেন একটি উইকেট।
১৬৭ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ চার ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে। এভিন লুইসকে শূন্য রানে বোল্ড করে ফেরান ভুবনেশ্বর কুমার। সুনীল নারাইনকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ওয়াশিংটন সুন্দর।
রোভম্যান পাওয়েল এবং নিকোলাস পুরান ৭৬ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। ফিফটি তুলে নেয়া পাওয়েল ৩৪ বলে ৬ চার ও ৩ ছক্কার মারে ৪৫ রানের ইনিংস খেলার পর তাকে এবং ১৯ রান করা পুরানকে ফিরিয়ে ভারতের জয়ের রাস্তা পরিষ্কার করেন ক্রুনাল পাণ্ডিয়া।
ক্যারিবীয়দের স্কোর যখন ১৫.৩ ওভারে ৪ উইকেটে ৯৮, ঠিক তখনই বজ্রপাতের পূর্বাভাসের কারণে বৃষ্টি নামার আগেই খেলা বন্ধ করে দেয়া হয়। আকাশ ঢেকে যায় মেঘে, মাঠ ঢাকা হয় কভার দিয়ে। পরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হওয়ার পর খেলা আর শুরু করা যায়নি। পরে ডিএলএস পদ্ধতিতে ভারতকে জয়ী ঘোষণা করা হয়।
আরআইএস